চাঁদা না মেলায় মোবিল ছুঁড়লো জুলুমবাজরা

0
64

সুদীপ পাল,বর্ধমানঃ

টাকা দাবী করা হয়েছিল পুজোর জন্য।সেই টাকা না মেলায় পুজো কমিটি বাড়িতে ছেটাল পোড়া মোবিল।বর্ধমান শহরে সুকান্তনগরে অবসরপ্রাপ্ত এক পুলিস অফিসারের বাড়িতে এবং পাশের বাড়ির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।সমরেশ দাঁ নামে ওই অবসরপ্রাপ্ত পুলিস অফিসার এবং বেসরকারি সংস্থার কর্মী নিরুপম নন্দী বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাঁদার নামে জনগনকে এইভাবে মানসিক অত্যাচার করা হচ্ছে বলে পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলছেন অনেকেই।জানা যায় কমিটির পক্ষ থেকে ১০৫০টাকা করে দাবি করা হয়েছিল। সে টাকা যে এঁরা দিতে পারবেন না তা প্রথমেই জানানো হয়েছিল।

অভিযুক্ত পুজো কমিটির বিজ্ঞাপন।নিজস্ব চিত্র

পুজো কমিটির সদস্যরা দাবিমত চাঁদা না মেলায় প্রথমে হুমকি দেয় বলে অভিযোগ।এরপরেই রাত্রে মোবিল ছিটিয়ে দেওয়া হয়।পরিবারের অভিযোগ,গত বছর ১৩০টাকা চাঁদা দেওয়া হয়েছিল কিন্তু এবারে বাড়িয়ে ১০৫০ টাকা করা হয়েছে।যা মেনে নেওয়া যায় না।যদিও পুজো কমিটি অর্থাৎ ৫ নম্বর ইছলাবাদ কিরণ সংঘের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ চোলাই মদ তৈরীর সামগ্রী সহ গ্রেফতার এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here