কলেজ পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত পরিবার

0
38

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

এক ক‌লেজ পড়ুয়ার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। নিখোঁজ হয়েছে কাকদ্বীপ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সৌরদ্বীপ গুহ ।

college student kidnap in diamond harbour | newsfront.co
সৌরদ্বীপ গুহ, নিখোঁজ। ফাইল চিত্র

জানা গেছে, ডায়মন্ড হারবার থানার পৌরসভার ১৪ নং ওয়ার্ডের নুনগোলা পুরকাইত পাড়ায় বাড়ি ওই পড়ুয়ার । গত ২১ জানুয়ারি থেকেই নিখোঁজ সৌরদ্বীপ। কাকদ্বীপ কলেজে যাবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল। শেষ পর্যন্ত কলেজে না যাওয়ায় ২২ জানুয়ারি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ করে তার পরিবারের লোক। এরপর নিখোঁজের ঘটনায় খবর নেওয়া হয় তার আত্মীয় পরিজনদের বাড়িতে। পরে ভবানী ভবনে নিখোঁজের অভিযোগ করে গুহ পরিবার।

college student kidnap in diamond harbour | newsfront.co
নিখোঁজ সৌরদ্বীপের মা-বাবা। নিজস্ব চিত্র

সূত্রের খবর, ২০১৯ সালে কাকদ্বীপ কলেজে ডিএলে ভর্তি হয় সৌরদ্বীপ। বাবা পার্থসারথি গুহ সরকারি বিএলআরও কর্মচারি। পরিবারেড় বাকি সদস্য বলতে মা জয়া গুহ ও একমাত্র বোন ঐন্দ্রিলা গুহ—এই চার সদস্যর সংসার। ছোট থেকেই মেধাবী ছাত্র সৌরদ্বীপ। পাড়ায় ভালো ছেলে বলে পরিচিত থাকলেও কারোর সাথে মেলামেশা করত না সে।

আরও পড়ুনঃ এটিএম জালিয়াতিতে ধৃত এক

পরিবারের দাবি নিখোঁজের ঘটনাটি অনেকটাই রহস্যজনক। ঘটনার সূত্রপাত কিছুটা এরকম, পড়াশুনার জন্য সৌরদ্বীপকে বকাবকি করেন তার বাবা।

এরপর ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে ডায়মন্ড হারবার স্টেশনে সেদিনই যায় সে। স্টেশনে যাওয়ার কথা জানা যায় সৌরদ্বীপের বোনের বান্ধবীর থেকে। তবে সেই বান্ধবী সৌরদ্বীপকেই দেখেছিল কি না, সে নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে।

এখনও পর্যন্ত চেনা পরিচিত, বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ নিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি সৌরদ্বীপের। দুশ্চিন্তা বাড়ছে ক্রমশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here