ক্ষুব্ধ গ্রামবাসীদের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ বন্ধ

0
89

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ঢাড়সী থেকে ভাটিবাড়ী শিমুলতলা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে গত ৩ বছর আগে।

notice | newsfront.co
নোটিশ। নিজস্ব চিত্র

বেশ কিছুদিন যাবত ওই রাস্তার কাজ শুরু হলেও গ্রামবাসীরা কাজের মান নিয়ে অভিযোগ তোলেন। এভাবে অতিবাহিত হওয়ার পর অবশেষে গতকাল সরস্বতী পুজোর দিন বেলা দশটা নাগাদ রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।

villagers protest to poor quality road work | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। সঠিকভাবে কাটাপাথর বিছানো হয়নি, ঠিকাদার সংস্থার লোককে একাধিকবার বলেও কোনও কাজ না হওয়ায় তারা রাস্তার কাজ বন্ধ করতে বাধ্য হলেন।

villagers protest to poor quality road work | newsfront.co
কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কলেজ পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত পরিবার

এ দিন এলাকার বাসিন্দা প্রদীপ দেবনাথ, নীরেন দাস ও পবিত্র দাস বলেন, “দীর্ঘদিন যাবত রাস্তা নিয়ে ঠিকাদার সংস্থার মানুষদের বলা হচ্ছে কিন্তু তারা কেউ কর্ণপাত করছেন না। নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তার কাজ বন্ধ করলাম।”

এদিকে ঠিকাদার সংস্থার পক্ষে যাঁরা ছিলেন তাঁরা ক্যামেরার সামনে কোনও কথা বলতে রাজি হননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here