নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বাৎসরিক ফি বৃদ্ধির কারণে পথ অবরোধ করলো কলেজ পড়ুয়ারা। দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট কলেজে সকাল থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপানউতোর, উত্তেজনা দেখা গিয়েছিলো।
পরবর্তীতে তাদের দাবি না মানার কারণে কলেজের সম্মুখে শহরে রাস্তা অবরোধ করে ছাত্র-ছাত্রীরা।মূলতো তাদের দাবি কোনো প্রকার নোটিশ ছাড়া বাৎসরিক কলেজ ফি ১২০০ টাকা থেকে ২১০০ টাকা করা হয়েছে পাস কোর্সের ক্ষেত্রে এবং অনার্সের ক্ষেত্রে আনুমানিক ১৫০০ থেকে ১৬০০ টাকা করা হয়েছে।
পড়ুয়াদের দাবি তারা দিনমজুরের সন্তান হঠাৎ করে এত টাকা তাদের যোগাড় করা সম্ভব না।এছাড়া তারা আরও বলে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আওতা ভুক্ত কলেজ গুলোতে কোথাও টাকা বৃদ্ধি করা হয়নি এখানে কিভাবে করা হয়েছে ।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে বিড়ি শ্রমিকের বিক্ষোভ
যদিও এই বিষয় কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজের প্রিন্সিপাল জানান, করোনার সময় কলেজ বন্ধ থাকার কারণে কলেজের সেমিস্টার ফি সময় মতো নেওয়া হয়নি ৷ ফলে একেবারে নেওয়ার কারণে আর কিছু ফাইনের কারণে ফি কিছুটা বর্ধিত হয়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584