নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনের রক্তচক্ষুতে ঘরই একমাত্র ডেস্টিনেশন আজ। শুটিং বন্ধের কারণে পুরনো ধারাবাহিকের পুনঃসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। ফলে, টেলিদর্শক তাঁদের পছন্দের শেষ হয়ে যাওয়া ধারাবাহিকগুলিকে আরও একবার দেখার সুযোগ পেলেন।
নিউজ ফ্রন্টের কাছে এসেছে কালারস বাংলা চ্যানেলের সম্প্রচার এবং পুনঃসম্প্রচারের তালিকা। সোম থেকে শনি সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টা ‘গাট্টু বাট্টু’, সকাল সাড়ে ৯টা থেকে ১০ টা ‘মোটু পাতলু’। দুটিরই সম্প্রচার দেখা যাবে।
সোম থেকে শনি সকাল ১০ টা থেকে ১১ টা ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’র পুনঃসম্প্রচার এবং ১১ টা থেকে ১২ টা দেখুন ‘মনসা’র পুনঃসম্প্রচার।
সোম থেকে শনি দুপুর ১২ টা থেকে ১ টা দেখুন ‘মহাকালী’র পুনঃসম্প্রচার। এবং দুপুর ১ টা থেকে ২ টো দেখুন ‘নাগিন ৩’ পুনঃসম্প্রচার।
আরও পড়ুনঃ ফিরছে অগ্নিপরীক্ষা, গোয়েন্দা গিন্নি সহ একগুচ্ছ ফিকশন, নন ফিকশন
সোম থেকে শনি দুপুর ২টো থেকে বিকেল ৫ টায় দেখবেন বাংলা ছায়াছবি।
বিকেল ৫ টা থেকে সন্ধে ৬ টা দেখুন ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’র পুনঃসম্প্রচার। এবং সন্ধে ৬ টা থেকে ৭ টা ‘মনসা’র পুনঃসম্প্রচার।
সন্ধে ৭ টা থেকে রাত ৮ টা ‘মহাকালী’র পুনঃসম্প্রচার এবং রাত ৮ টা থেকে ৯ টা ‘নাগিন ৩’-এর পুনঃসম্প্রচার।
সোম থেকে শনি রাত ৯ টা থেকে সাড়ে ১১ টা অবধি দেখুন বাংলা ছায়াছবি।
এবার পালা রবিবারের। রবিবার সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা অবধি দেখা যাবে ‘মোটু পাতলু’ আর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা অবধি থাকবে ‘গাট্টু বাট্টু’। এরপর দুপুর ১২ টা থেকে রাত সাড়ে ১১ টা অবধি বাংলা ছায়াছবির পসরা সাজিয়ে রাখবে চ্যানেল।
সুতরাং ঘরে বসে মন খারাপ করে মেজাজ খাট্টা করার কোনও মানে মেই। চ্যানেল ঘোরালেই হাজির হরেক বিনোদন। শুধু বাঁচিয়ে রাখতে হবে উদ্যোগটুকু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584