নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোম্পানির ভুলে কর্মীর অ্যাকাউন্টে জমা পড়লো দ্বিগুণ, তিনগুণ নয় একেবারে ২৮৬ গুণ বেতন। আর সেই ভুলেই কোটিপতি হয়ে গিয়েছেন যুবক। প্রথমে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা বললেও পরে চাকরি থেকে ইস্তফা দিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে চিলি-তে। জানা গিয়েছে বেশ নামী একটি সংস্থায় কাজ করতেন ঐ যুবক। তাঁর মাসিক বেতনের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় ৪০ হাজার টাকা। কিন্তু সংস্থার ভুলে হঠাৎ করেই তার স্যালারি অ্যাকাউন্টে জমা পড়ে ২৮৬ গুণ বেতন। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যার পরিমাণ প্রায় ১ কোটি ৪২ লক্ষ টাকা। প্রথমে ঘাবড়েগিয়ে নিজেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। এবং এও বলেন যে ব্যাঙ্কে গিয়ে ঐ টাকা কোম্পানিতে ফেরত দেবেন তিনি।
আরও পড়ুনঃ ভারতে ‘রেস্ট্রিক্টেড’ সাংবাদিক রানা আয়ুবের টুইটার অ্যাকাউন্ট
তারপরের দিনও টাকা জমা না পড়ায় কোম্পানি থেকে যোগাযোগ করলে যুবক বলেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন তাই ব্যাঙ্কে যেতে পারেননি। আর এটাই শেষ আলাপচারিতা, এরপর আর তাঁর সাথে যোগাযোগ করতে পারেনি ঐ সংস্থা। পরে কোম্পানির দপ্তরে পৌঁছয় ঐ যুবকের পদত্যাগপত্র। কিন্তু কর্মী ফেরার। সংস্থা ওই কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চলেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584