নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে

0
102

ভাস্কর ঘোষ, কান্দি: নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের কান্দি থানার আন্দুলিয়া গ্রামপঞ্চায়েতের শাসপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সোনালি বিবি (২৫)। শাসপাড়া গ্রামে তাঁর বাপের বাড়ি। ঘটনায় অভিযুক্ত স্বামী মুরসেলিম শেখ ঘটনার পর থেকেই পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


বৃহস্পতিবার সকালে কান্দি থানার শাসপাড়া গ্রামের বেলপুকুরের ধারে তার মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের মুখে ও গলাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ।
মৃতার পরিবারের সূত্রে জানা গিয়েছে, ভরতপুর থানার পলিশা গ্রামের মুরসেলিম সেখের সঙ্গে বছর ছ’য়েক আগে কান্দি থানার আন্দুলিয়া গ্রামপঞ্চায়েতের শাসপাড়া গ্রামের সোনালি খাতুনের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর স্বামী মুরসেলিম তাঁকে প্রায় মারধোর করত। সে অত্যাচার সহ্য করতে না পেরে শাসপাড়া গ্রামে বাপের বাড়িতে চলে আসেন। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা কমেনি। মুরসেলিম প্রায় সেখানে চলে এসে মারধোর করত সোনালিকে। বুধবার সন্ধ্যেতেও শ্বশুর বাড়িতে এসে বৌকে মারধোর করে মুরসেলিম। এদিন মদ খেয়ে এসে সোনালির কাছে সোনার কানের দুল চায় সে। তা দিতে অস্বীকার করে সোনালি। তখন তাকে মারধোর করে মুরসেলিম। তারপর তা মিটেও যায়। মুরসেলিম খাওয়া দাওয়া করে। রাত ন’টার দিকে সে শৌচকর্মের নাম করে সোনালীকে ডেকে নিয়ে যায় সে। এর পর আর সারা রাত খোজ মেলেনি সোনালির। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে বেলপুকুরের ধার থেকে সোনালির মৃতদেহ পরে থাকতে দেখেন এক ব্যাক্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here