মালদা, ২৩ ফেব্রুয়ারিঃ মহিলা ব্যাঙ্ক কর্মীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠলো তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মালদা থানার মোকাতিপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম, কবিতা মল্লিক(৪০)।সে মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায় একটি ব্যাঙ্কে কাজ করতেন। অভিযুক্ত স্বামী দিলীপ মল্লিক পলাতক। তার বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিলীপ মদ খেয়ে প্রতিদিন মারধোর করতো কবিতাকে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতেও বচসা বাধে তাদের মধ্যে। এরপর জোর করে কবিতাকে বিষ খাইয়ে দেয় দিলীপ বলে পরিবারের লোকেদের অভিযোগ। এরপর রাতেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় কবিতাকে। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়। তবে খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584