বদরুল আলম, হুগলী:
আজ হুগলি জেলার আরামবাগ শহরে সাংবাদিক সুরোজ আলি খানকে মিথ্যা মোকদ্দমা থেকে মুক্তি ও সমস্ত ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যাক্তির শাস্তির দাবীতে আরামবাগের মহকুমা শাসকে ডিপুটেশন দিল হোরপুর সাইয়েদীয়া অনাথ সোসাইটি ।
জানা গেছে , আরামবাগের এক স্থানীয় টিভি চ্যানেলের সাংবাদিক সুরোজ আলি খানকে মিথ্যা অভিযোগে নাকি ফাঁসিয়েছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ । গত ২০ শে সেপ্টেম্বর রাত্রি আনুমানিক সাড়ে ৯ টার সময় পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন সংলগ্ন এলাকায় পুলিশের তোলাবাজির খবর পেয়ে ছবি তুলতে যায় সাংবাদিক সুরোজ আলি খান । পুলিশের তোলাবাজির ছবি তোলার সময় গ্রেপ্তার করা হয় সাংবাদিক সুরোজ আলি খানকে ।
এ ব্যাপারে ওই টিভি চ্যানেল কর্তৃপক্ষের অভিযোগ , পুলিশ নিজেদের অপরাধ আড়াল করতে কৌশলে ওই সাংবাদিকের নামে ছিনতাইয়ের মামলা দায়ের করে । এই মামলার জন্য উচালন দীঘির কোন এলাকার সেখ সাকিল নামে এক ব্যবসায়ী কে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয় বলেও অভিযোগ । কারন , অভিযোগকারী সেখ সাকিল এর লেখা অভিযোগপত্রের সঙ্গে তার আরামবাগ টিভিতে দেওয়া বয়ানে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে । এমনকি ওই টিভি চ্যানেলের সাংবাদিকরা সেখ সাকিলের স্ত্রীকে ছিনতাইয়ের কথা জিজ্ঞেসা করলে তিনি জানান তার স্বামীর সঙ্গে সে রকম কিছু ঘটেছে বলে তার জানা নেই ।
তাই আজ হোরপুর সাইয়েদীয়া অনাথ সোসাইটি এর সভাপতি পীরজাদা আলহাজ্ব সৈয়দ মনিরুল ইসলাম আরামবাগের সাধারণ মানুষদের সাথে নিয়ে আরামবাগের মহকুমা শাসকের কাছে নির্ভীক সাংবাদিক সুরোজ আলি খান কে মিথ্যা মোকদ্দমা থেকে মুক্তি ও সমস্ত ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষী ব্যাক্তির শাস্তির দাবীতে ডেপুটেশন দেয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584