ভাস্কর ঘোষ, ডোমকল, ১৮ নভেম্বরঃ-
অতিরিক্ত পনের দাবিতে নিজের স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম শাকিলা বিবি (১৯)। ডোমকল থানার শ্যামপুর গ্রামেই মৃতার বাড়ি। শনিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডোমকল মহকুমা হাসপাতালের মর্গে পঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতার কাকা জৈমুদ্দিন মন্ডল ডোমকল থানায় মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের নামে লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার শ্বশুর, শাশুড়ি ও দুই ননদকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনায় অভিযুক্ত স্বামী রকিব মন্ডল পলাতক।তার খোজে তল্লাসি চালাচ্ছে ডোমকল থানার পুলিশ।
ডোমকল থানার পুলিশ বলেন, মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের নামে খুনের অভিযোগ করেন কাকা। শ্বয়াহুর, শাশুড়ি ও দুই ননদকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বামী পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে ডোমকল থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অত্যাচারের ফলে সে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর কখানেক আগে একই গ্রামের রকিব মন্ডলের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় শাকিলা খাতুনের। স্বামী গুজরাটে কাজ করেন। ৬ মাস আগে থেকে শ্বশুর-শাশুরির সঙ্গে শাকিলার অশান্তি বেধেই থাকতো। অতিরিক্ত পনের জন্য প্রায়ই চাপ দিত তাকে। দলত মারধোরও। স্বামী রাকিব মন্ডল ১৫ দিন আগে গুজরাট থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরেই সে আরোও পঞ্চাশ হাজার টাকা দাবি করে সাকিলার কাছে। টাকা দিতে না পারায় এই খুন বলে অনুমান পরিবারের।
স্থানীয়রা বলেন, রাকিব প্রায়ই তার স্ত্রীর সাথে প্রায়দিন টাকা নিয়ে ঝামেলা হত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584