সুরোজ আলী খান,আরামবাগ:-
আইন করেও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ছোট্ট শিশুও। এইরকম এক ঘটনা ঘটলো গোঘাটের গুরুলিয়া ভাতশালা গ্রামে। এক সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ঐ দাদুর নাম সন্তু চৌধুরী (৫৩)। প্রতিদিনকার মত নির্যাতিতা শিশুকন্যা বুধবার দুপুরেও খেলতে যায় অভিযুক্তের উঠানে। তখন শিশুকন্যাকে চকলেটের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে যায় অভিযুক্ত সন্তু চৌধুরী। তারপর তাকে ঘরের মধ্যে দরজায় খিল দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
এই বিষয়ে গোঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে সন্তু চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতা শিশুকন্যাকে ডাক্তারি পরীক্ষা করা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ে সন্তু কাকার উঠানে খেলছিল। সেখান থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে খুঁজতে এসে দেখি ওই ঘর থেকে বের হচ্ছে আমার মেয়ে। তাকে বাড়ি নিয়ে গিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেই সে কান্নাকাটি শুরু করে দেয়। তারপর দেখি তার নিম্নাঙ্গ রক্তাক্ত।”
তিনি আরো বলেন, “আত্মীয় হওয়া সত্ত্বেও যে এইরকম অত্যাচার করল তার কঠোর শাস্তি চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584