মনিরুল হক, কোচবিহারঃ ছাত্রদের স্কুল ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল ছাত্র সংগঠন ডিএসও। আজ কোচবিহার জেলা শাসকের দফতরে গিয়ে ওই স্মারকলিপি দেওয়া হয়।
তাঁদের অভিযোগ, কোচবিহার শহরে চারটি সরকারি স্কুল রয়েছে। তারমধ্যে অন্যতম সদর গভঃমেন্ট স্কুল। ওই স্কুলে ছাত্রদের ৫০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত ফি দিতে হচ্ছে। টাকা না দেওয়ায় বহু ছাত্রের সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছে।
ডিএসও’র কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক আসিফ আলম বলেন, “২০০৯ সালে শিক্ষার আধিকার আইন বিল পাস হওয়ার পর যেখানে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাওয়ার কথা সেখানে এই স্কুলে টাকা নেওয়া হচ্ছে কেন? আমরা জেলা শাসককে স্মারকলিপি দিয়ে সমস্ত ঘটনা জানালাম। তিনি পদাধিকার বলে সরকারি স্কুল গুলোর ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামব আমরা।”
এদিকে স্কুল সূত্রে জানা গিয়েছে, নাইট গার্ড, আয়া মাসি, পূজা সহ বিভিন্ন কারনে অভিভাবকদের সাথে বৈঠক করে বছরে ৫০০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন কয়েকজন আসেন নি। তাঁদের মধ্যে এই তথ্য টি ছিল না। তাই সমস্যা তৈরি হয়েছে। আলোচনা করে ওই সমস্যা মিটিয়ে নিতে চাইছেন স্কুল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584