শ্যামল রায়, বর্ধমান:-
এবার বর্ধমানের কাটোয়া শহরে জওহরলাল নেহরুর মূর্তি ভাঙার চেষ্টা ও কালি লেপ্টে দেয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
শনিবার সকালে কাটোয়া শহরের টেলিফোনের বাসিন্দারা দেখতে পান যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তিতে কে বা কারা কালি দিয়ে লেপ্টে দিয়ে গেছে ।
অভিযোগ যে মূর্তি ভাঙার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও অনেকে।
এদিন তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, পৌরসভা তরফ থেকে নেহরুর মূর্তি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এবং পুলিশকেও দ্রুত তদন্ত করে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে বলা হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শহরের বুদ্ধিজীবী এবং বিভিন্ন প্রতি জনপ্রতিনিধিদের তরফ থেকে নিন্দা করা হয়েছে । কাটোয়া থানার পুলিশ জানিয়েছে যে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584