নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেলো পোকা। সেই কারণে আইসিডিএস স্কুলে ছাত্র ছাত্রীদের বাবা মা এসে বিক্ষোভ করেন।আবারও মিডডে মিলের চালে পোকা পাওয়া যাওয়ায় বিক্ষোভ দেখানো হয় ওই স্কুলের শিক্ষিকা ও রাঁধুনিকে ঘিরে।
ছাত্রছাত্রীর অভিভাবকদের অভিযোগ মাঝে মাঝেই খিচুড়িতে পোকা দেখা যায়।আবার সময় মতো দিদিমণি রাঁধুনি কেউ আসে না।সঠিক পরিমাণে খাবারের কোনো কিছুই পাই না।
গ্রামবাসীর অভিযোগ প্রতিবেশীর কাছে ঘরের চাবি থাকায় তিনি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে কখনো সাইকেল রাখে কখনো বা গবাদি পশুর রাখে।এই নিয়ে বেশ কয়েক বার সতর্ক করা হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি।স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিডিপিও সন্দীপ পাল।তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ আজকেই এই ঘটনার সমাধান চাই।বিক্ষোভকারীদের সমস্ত কথা শোনার পর তিনি আশ্বাস দেন আগামীকাল বেনিফিশিয়ারি কমিটি দের নিয়ে মিটিং করার কথা বলেন।আর জানান এই ঘটনায় দিদিমণি ও রাঁধুনিকে ডেকে সোকোজ করা হবে।
সিডিপিও সন্দীপ পাল নিজে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের এই প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584