৩০ বছর পর প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চান অভিযোগকারী, আবেদন গুজরাট হাইকোর্টে

0
91

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

তিন দশক পরে প্রাক্তন আইপিএস আধিকারিক সঞ্জীব ভাটের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিতে চান অভিযোগকারী। ১৯৯০ সালের অক্টোবর মাসে গুজরাটের জামনগরে আইপিএস সঞ্জীব ভাট ও অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতনের ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। এখন ৩০ বছর পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে চান, এই মর্মে মঙ্গলবার গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিযোগকারী মহেশ চিত্রোদা।

Sanjiv Bhatt

সেসময় আইপিএস সঞ্জীব ভাট ছিলেন জামনগরের অ্যাডিশনাল এসপি। ১৯৯০ সালের ৩০ অক্টোবর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনার অভিযোগ পেয়ে ১৩৩ জনকে গ্রেপ্তার করে জামখাম্ভালিয়া থানার পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন প্রভুদাস ভৈশ্নানি নামে এক ব্যক্তি। তিনি থানাতেই মারা যান আহত থাকার কারণে।

হেফাজতে থাকাকালে ভৈশ্নানি-র মৃত্যু হয়েছে পুলিশের অমানবিক নির্যাতনের কারণে, এই অভিযোগে সঞ্জীব ভাট সহ অন্যান্য কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় ব্যক্তিগতভাবে অভিযোগ দায়ের করেন মহেশ চিত্রোদা, রাভজিভাই হারজিভাই ও চেতন জানি। এই ঘটনায় সঞ্জীব ভাট -কে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় আদালত।

আরও পড়ুনঃ পাঞ্জাবে কৃষকদের ওপর লাঠিচার্জ পুলিশের, আহত ৭ কৃষক, FIR দায়ের, শাসকের চরিত্র কি বদলায় না!

অভিযোগকারী মহেশ চিত্রোদা এখন অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানানোয় বিচারপতি নিখিল কারিয়েল নির্দেশ দিয়েছেন চিত্রোদার হলফনামা তাঁর আইনজীবী মারফৎ আদালতে পেশ করার জন্য। বিচারপতি কারিয়েল তাঁর পর্যবেক্ষণে বলেছেন, “এই মামলায় যে সময় অপচয় হল, সেই সময়ে অনেক গঠনমূলক কাজ করা যেতো। এত বছর পরে যখন মামলার সবকিছুই উলটে যাচ্ছে, তার একটি রেকর্ড থাকা প্রয়োজন।“ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩১মার্চ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here