নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর পৌরসভার কর্মী নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগে আগেই সরব হয়েছিল বিরোধী কাউন্সিলররা। এবার সেই অভিযোগে মেদিনীপুরের এসডিও দিননারায়ন ঘোষকে ডেপুটেশন দিল বিজেপি।বিজেপির, বিরোধী কাউন্সিলার বা বোর্ডে কোনরূপ আলোচনা না করে, গোপনে বোর্ডের মেয়াদ শেষ হওয়ার দশ দিন আগে মেদিনীপুর পৌরসভার অ্যাসেসমেন্ট ও পূর্ত বিভাগে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার পদে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করেছেন প্রাক্তন পৌর প্রধান।যা সম্পূর্ণ বেআইনি বলেই মত বিরোধীদের।উল্লেখ্য মেদিনীপুর পৌরসভা তৃণমূল বোর্ড এর মেয়াদ ইতিপূর্বেই শেষ হয়েছে।গত শনিবারই প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে এসডিও। দায়িত্বভার গ্রহণের পর প্রশাসক হিসেবে সোমবার এসডিওর প্রথম কাজের দিন। আর এদিন থেকেই প্রাক্তন চেয়ারম্যান প্রণব বসু বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সরব হচ্ছে বিরোধীরা। ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন এসডিও।
আরও পড়ুনঃ বাইক টোটর ধাক্কায় আগুন,ভস্মীভূত দুটি যান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584