শ্যামল রায়,পূর্ব বর্ধমানঃ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ভুল রক্ত দেওয়ায় রিপোর্ট তলব স্বাস্থ্য কর্তার।কাটোয়া ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসারকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।যদি নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পাওয়া যায় তাহলে বিভাগীয় তদন্তের রিপোর্টকে চূড়ান্ত ধরে নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার রতন শাসমল। যদিও কাটোয়া ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার বানীব্রত আচার্য ক্যামেরার সামনে তাদের ভুলের কথা স্বীকার করে বলেন,’এই ভুল আর যাতে না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে।থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু তৈয়ব আলি খান বর্তমানে শারীরিকভাবে অনেক সুস্থ আছে।পুরোপুরি সুস্থ না হওয়া অবধি শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতালের সুপার জানান। মুর্শিদাবাদের শক্তিপুর থানার নারকেলডাঙ্গার বাসিন্দা থ্যালাসেমিয়া আক্রান্ত তৈয়ব আলি খানকে রক্তের প্রয়োজনে মঙ্গলবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।সন্ধ্যার সময় কাটোয়া ব্লাড ব্যাঙ্ক থেকে তৈয়বের শরীরের রক্ত পরীক্ষা করে এক প্যাকেট রক্ত দেওয়া হয়৷ শিশুর রক্তের গ্রুপ “ও পজিটিভ” কিন্তু ব্লাড ব্যাঙ্ক থেকে এ পজিটিভ রক্ত সরবরাহ করা হয়েছিল।সেই ভুল রক্ত কর্তব্যরত নার্সরা তৈয়বের শরীরে দেওয়া শুরু করে।পরে শিশুর বাবা শের আলি খানের নজরে পড়লে নার্সদের রক্তের গ্রুপ ভুলের কথা বললে রক্ত দেওয়া বন্ধ করা হয়।
আরও পড়ুনঃ থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট দুই ভাই-বোনের পাশে
হাসপাতাল সুপার রতন শাসমল রাতেই হাসপাতালে এসে অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্তের নির্দেশ দিয়ে শিশুটিকে বিশেষ ভাবে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেন।বর্তমানে শিশুটি ভালো আছে।তবে হাসপাতাল সূত্রে জানা যায় ব্লাড ব্যাঙ্কের অভিযুক্ত কর্মীকে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584