অর্ণব গোস্বামীর বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের

0
2287

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:

মঙ্গলবার ছত্রিশগড়ের বিভিন্ন থানায় রিপাবলিক টিভি প্রধান ও সঞ্চালক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল‌।

সংবাদসংস্থা ন্যাশনাল হেরাল্ড সূত্রে জানা গেছে তাঁর বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড (IPC)-এর ৫০৫,৫০৪,১৮৮ ও ২৯০ ধারায় ছত্রিশগড়ের ১২টি জেলায় অভিযোগ দায়ের করা হয়েছে।ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করার দাবি নিয়ে টুইটার সরগরম।

তাঁকে গ্রেফতারের দাবিতে টুইটার সরগরম

তাঁর বিরুদ্ধে মূলত উসকানিমূলক বক্তব্য, গুজব ছড়ানো ও বক্তব্য বিকৃত অভিযোগ রয়েছে। তিনি সাম্প্রতিক রাহুল গান্ধীর বক্তব্যকে বিকৃত করে পেশ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:পালঘর সাধু হত্যায় গ্রেফতার হওয়া ১০১ জনের মধ্যে কোনও মুসলিম নেই: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক এক লাইভ শো চলাকালীন তিনি প্রকাশ্যেই ঘোষণা করেন যে তিনি সম্পাদকীয় সংগঠন ‘এডিটরস গিল্ড’-এর সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here