নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
সিআরপিএফ-এর ১৬৭ ব্যাটেলিয়নের উদ্যোগে কম্পিউটার প্রদান করা হল নয়াগ্রামে। নয়াগ্রামের পাতিনা মাধ্যমিক বিদ্যালয়ে এবং দ্বারিকাপল্লী কেএস শিক্ষাসদনে ৪টি করে মোট ৮টি কম্পিউটার এবং তার সরঞ্জাম প্রদান করা হয়েছে। সেই সঙ্গে পড়ুয়াদের জন্য বিনামূল্যে এক বছরের নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হবে সিআরপিএফ-এর তরফে। এছাড়া পাতিনাতে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন হয়েই থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফের ১৬৭ ব্যাটেলিয়নের কমাণ্ডট সমরেন্দ্রনাথ মণ্ডল, সিআরপিএফের চিকিৎসক সৈকত বিশ্বাস, নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক বিজয়কৃষ্ণ রায়, সুমনা মণ্ডল, নয়াগ্রামের ডিএসপি সুব্রত মণ্ডল প্রমুখ।
আরও পড়ুনঃবাউল গানের মধ্য দিয়ে এনআরসি-সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের
সিআরপিএফ-এর ১৬৭ ব্যাটেলিয়নের কমাণ্ডার সমরেন্দ্রনাথ মণ্ডল বলেন, “সিভিক অ্যাকশন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পড়ুয়াদের জন্য বিনামূল্যে দুটি স্কুলে কম্পিউটার প্রদান করা হয়েছে। পড়ুায়ারা আগামীর ভবিষ্যৎ। তাঁরা যাতে ভবিষ্যতে জীবনে আরও বেশি করে এগিয়ে যেতে পারে এই কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে, তার জন্য আমাদের এই ব্যবস্থা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584