বিজেপিতে যোগ না দেওয়ার স্বীকারোক্তি সাংবাদিক সম্মেলনে

0
96

মনিরুল হক, কোচবিহারঃ

Confession for not to join BJP at Journalism conference
সাংবাদিক সম্মেলনে মফিজুল হক।নিজস্ব চিত্র

পঞ্চায়েত প্রতিনিধিদের পর সদ্য বিজেপিতে যোগ দেওয়া নিশীথ প্রামানিক অনুগামী পঞ্চায়েত সমিতির সদস্যরাও তার পথ অনুসরন না করার সিদ্ধান্ত নিলেন।আজ দিনহাটা ১নং পঞ্চায়েতে সমিতির সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকের পরে তাদের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক সাংবাদিক সম্মেলন করে তাঁরা যে নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যাবেন না, বরং মমতা বন্ধ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে থেকে যাবেন, তা স্পষ্ট করে জানিয়ে দেন।

গত ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দান করেন তৃণমূল যুব কংগ্রেসের বহিস্কৃত নেতা নিশীথ প্রামানিক।ওই যোগদান অনুষ্ঠানে বিজেপির সর্ব ভারতীয় সাধারন সম্পাদক কৈলাস বিজয়বর্গী আরও বেশ কিছু পঞ্চায়েত প্রধানের বিজেপিতে যোগদানের কথা জানান। তারপরেই কারা তৃণমূলের ওই বহিস্কৃত যুব নেতার সাথে দিল্লিতে গিয়েছেন তা নিয়ে খোঁজ খবর নিতে শুরু করে শাসক দল। পরে খোঁজ খবর নিয়ে স্থানীয় নেতারা দাবি করেন শুধু মাত্র দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মৃণাল মণ্ডল বিজেপিতে যোগদানের ওই অনুষ্ঠানে ছিলেন।

আরও পড়ুন: ইসলামপুর নাগরিক মঞ্চের উদ্যোগে সাংবাদিক সম্মেলনে আয়োজন

এরপরেই এদিন দিনহাটায় নিশীথ অনুগামী জন প্রতিনিধিদের তৃনমূলে ফিরে আসার তোড়জোড় শুরু হয়। প্রথমেই আটিয়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের ৩ নিশীথ অনুগামী নির্দল পঞ্চায়েত সদস্য-সদস্যা তৃনমূলে যোগদান করেন। এরপরেই দিনহাটা ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হকের নেতৃত্বে সমস্ত সদস্য-সদস্যাদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কেউ নিশীথ প্রামাণিকের সাথে বিজেপিতে যোগদান করবেন না বলে সিদ্ধান্ত গ্রহন করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক বলেন, “আমাদের ৪৪জন সদস্যের মধ্যে একজন গতকাল নিশীথ প্রামাণিকের বিজেপিতে যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন।আপনারা ইতি মধ্যেই তা জেনেও গেছেন। আমাদের ধারনা ওকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। উনি ফিরলে আলোচনা করে তাঁকে আবার তৃনমূলে ফিরিয়ে নিয়ে আসা হবে।আর কে কোথায় গিয়েছে তা নিয়ে আমরা চিন্তিত নই, আমরা তৃনমূলে ছিলাম। তৃনমূলে থাকব।”

জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিকের নেতৃত্বে দিনহাটা ও সংলগ্ন এলাকায় বেশ কিছু নির্দল প্রার্থী জয়ী হন। মূলত দলের জেলা নেতারা টিকিট দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের পুরানো কর্মীদের বঞ্চিত করছে বলে অভিযোগ তুলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে জিতিয়ে আনার কৌশল নেন বলে তৃণমূলের মধ্য থেকেই অভিযোগ ওঠে। সেই কৌশলে অনেকটাই সফল হন নিশীথ প্রামাণিক।

পূর্বের খবরঃ পেশাগত দাবীতে সাংবাদিক সম্মেলন কেবল অপারেটরদের

দিনহাটা ১ নম্বর ব্লকের ৮টির বেশী গ্রাম পঞ্চায়েত, ১টি পঞ্চায়েত সমিতি, এমনকি ওই এলাকা থেকে ১টি জেলা পরিষদের আসনেও নির্দল প্রার্থীদের জিতিয়ে আনেন নিশীথ প্রামাণিক। কিন্তু গত বছর ৭ ডিসেম্বর কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দল থেকে বহিস্কার করেন যুব নেতা নিশীথ প্রামাণিককে।তারপরেই তিনি কলকাতায় চলে যান।

ওই সময় তার অনুগামীরা ফের নিশীথ প্রামাণিককে দলে ফিরিয়ে আনা হবে বলে বিভিন্ন ভাবে প্রচারও চালান। কিন্তু শেষ পর্যন্ত তৃনমূলে প্রত্যাবর্তনের সুযোগ না মেলায় অনুগামীদের কোলকাতায় ডেকে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করার সিধান্তের কথা জানান। আর সেই সিধান্তের সাথে একটা বড় অংশের অনুগামী সহমত হতে না পেরে দিল্লীতে না গিয়ে কোচবিহারে ফিরে আসেন।আর এখানে এসেই তাঁরা তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here