নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
বিজেপির সদস্য সংগ্রহ ঘিরে সংঘর্ষ বসিরহাটে। এদিন তৃণমূল ও বিজেপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের পনেরো জন আহত হয়।
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের কুলটি অঞ্চলের কামারগাঁথী গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যেবেলা যখন বিজেপির সদস্য গ্রহণ চলছিল, তখন তৃণমূল কংগ্রেসের ১০ থেকে ১৫ জনের একটি বাহিনী এসে ইঁট লোহার রড শাবল এবং কাঠের চ্যালা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
পাল্টা হামলা চালায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা, সংঘর্ষ বেঁধে যায় উভয় পক্ষের মধ্য।
আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু’পক্ষই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ হালিশহরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি
এই সংঘর্ষের ঘটনায় মহিলা ও পড়ুয়ারাও আক্রান্ত। সংঘর্ষে আহতদের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুন্দরী মন্ডল সহ ছয় জন আক্রান্ত।বিজেপির তিন জন আহত বলে জানা গেছে।
আহত তৃণমূল কর্মীরা হল মৃত্যুঞ্জয় মন্ডল, মহিলা পঞ্চায়েত মেম্বার সুন্দরী মন্ডল,বাপ্পা মন্ডল, সঞ্জয় মন্ডল। এছাড়াও আক্রান্ত বিজেপির কর্মীরা ঝন্টু মণ্ডল, বিজলী মণ্ডল,সুস্মিতা মন্ডল-সহ আরও আট জন আহত হয়েছেন।
স্কুল ছাত্রী ও হামলার শিকার হয়েছেন গুরুতর আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহতদের পরিবারের লোকজন।
বিজেপির নেতারা মঙ্গলবার সকাল বেলা দশ জন তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পাল্টা তৃণমূল এগারো জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ পাল্টা অভিযোগের উত্তপ্ত হাড়োয়া কামারগাছি গ্রাম। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে।
এর পিছনে প্রতিবেশী সংক্রান্ত অশান্তি, গ্রাম্য বিবাদ, জমি সংক্রান্ত গন্ডগোল, নাকি পুরনো শত্রুতার জেরে সংঘর্ষ। পুরো বিষয়টির তদন্তে নেমেছে হাড়োয়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584