সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
এলাকায় ত্রিপল বিতরনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটলো।ঘটনায় গুরুতর জখম স্থানীয় তৃণমূল নেতা ইমরান।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানা এলাকার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের।

আহত তৃণমূল নেতা ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।বর্ষায় বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতে ত্রিপল বিতরণকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান রিপনের উপর স্থানীয় তৃণমূল নেতা ইমরান খান তার দলবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।ঘটনার পর এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা তৃণমূল নেতা ইমরান খানের উপর চড়াও হয়ে হামলা চালায় বলে জানা যায়।

পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকার স্থানীয় সক্রিয় তৃণমূল কর্মীরা পঞ্চায়েতে বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ ডায়মন্ড হারবার ১ নং ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারি এলাকায় অশান্তি ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ শিতলখুচিতে রাজনৈতিক সংঘর্ষে আহত হিতেন বর্মণ, উত্তপ্ত এলাকা
আর তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের কোন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।
তবে ঘটনায় ডায়মন্ড হারবার ১ নং ব্লকের তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারির সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে তার কোন মন্তব্য নেই।তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন।
পুলিশ সূত্রে জানা যায়,ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার পর থেকে এলাকাজুড়ে রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584