ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
যদি মোদি সরকারের ভেতরেই বিভ্রান্তি থাকে তাহলে দেশ কিভাবে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করবে? এভাবেই কেন্দ্র সরকারকে বিঁধল কংগ্রেস।
দেশের কভিড১৯ পরিসংখ্যান নিয়ে কিছু অফিসারের ‘ভিন্নধর্মী’ মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের সিনিয়র মুখপাত্র অজয় মাকেন শনিবার মন্তব্য করেন যে সরকারের উচিত মানুষের সামনে দেশের করোনা অতিমারি নিয়ে যথাযথ পরিস্থিতি তুলে ধরা, যাতে করে তারা প্রস্তুতি নিতে পারে।একইসঙ্গে তিনি দিল্লির কেজরিওয়াল সরকারকে করোনা পরিস্থিতির পরিসংখ্যান নিয়ে স্বচ্ছ হতে বলে একহাত নেন।
দিল্লির ৪ হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৮। অন্যদিকে দিল্লি সরকারের পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যা ৬৮। এই তথ্য সামনে আসার পরেই অজয় মাকেনের এই মন্তব্য করেন।
আরও পড়ুন:বাড়ি ফেরার দাবিতে হায়দ্রাবাদেও শ্রমিক বিক্ষোভ
করোনা অতিমারির লড়াইয়ে দেশের রাজধানীতে পরিসংখ্যানের গন্ডগোল অত্যন্ত ‘লজ্জার’ বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় খুব জরুরি।লকডাউন থেকে দেশ কিভাবে বের হবে তারও বিশদ আলোচনা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584