জেলা শহরে ফিরতেই নতুন জেলা সভাপতিকে সম্বর্ধনা

0
41

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়িতে পূর্ত দফতরের ইন্সপেকসন বাংলোতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন দলের উত্তরবঙ্গের পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস।

Congrat to new president | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতির পদে দেবাশিস গোস্বামীর নাম ঘোষণা করেন।নতুন দায়িত্ব পেয়ে বুধবার আলিপুরদুয়ারে ফেরেন দেবাশিস বাবু।

জেলা শহরে ফিরেই সংবর্ধনার জোয়ারে ভাসলেন তিনি।এদিন বিকেলে দলের আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে নতুন জেলা সভাপতিকে বরণ করে নেওয়া হয়।

সম্বর্ধনার জোয়ারে নব জেলা সভাপতি।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে তৃণমূল জেলা সভাপতি বদল

দেবাশিসবাবু আলিপুরদুয়ারে পৌঁছানোর আগে থেকেই তৃণমূলের জেলা কার্যালয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো দলের কর্মী সমর্থকদের।

দলের জেলা সভাপতি পদে সদ্য দায়িত্ব পাওয়া দেবাশিস গোস্বামী এদিন বলেন, “দলের কর্মী সমর্থকদের উৎসাহ দেখে আমি অভিভূত। দলনেত্রী যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here