পেট্রোপন্যের মুল্যবৃদ্ধিতে রায়গঞ্জ পুড়ল মোদীর কুশপুতুল

0
74

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

পেট্রোপন্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামলো বাম ও কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বাম-কংগ্রেসের নেতা কর্মীরা। সোমবার বিকালে রায়গঞ্জের ঘড়িমোড়ে দুই রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকেরা আন্দোলনে সামিল হন।

Fuel fare | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

এদিনের আন্দোলনে যৌথভাবে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল ও উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। জেলা বামফ্রন্ট আহ্বায়ক অপূর্ব পাল বলেন, করোনা অতিমারীর এই পরিস্থিতিতে মানুষ আর্থিক সংকটের মুখে। লকডাউনের জেরে মানুষ কাজ হারিয়েছে।

Mohit Sengupta | newsfront.co
মোহিত সেনগুপ্ত ,জেলা কংগ্রেস সভাপতি। নিজস্ব চিত্র

এমন পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র সরকার মানুষকে সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ। রাজ্য ও কেন্দ্র সরকার অতিরিক্ত কর নিচ্ছে বলেই এই মূল্যবৃদ্ধি। আমরা এই বঞ্চনার প্রতিবাদেই এদিন যৌথ ভাবে আন্দোলনে নেমেছি।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের রেশন দেওয়া নিয়ে আবেদনপত্র জমা শুরু

জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, মূলত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন বামেদের সাথে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। জেলা শাসকের কাছেও এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের উপর বাড়তি কর বসানোর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন মোহিত সেনগুপ্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here