নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা সজ্জন সিং ভার্মা। তাঁর দাবি, “১৫ বছর হলেই মেয়েদের তো প্রজনন ক্ষমতা চলে আসে, তাহলে বিয়ের বয়সসীমা বাড়ানোর প্রয়োজনীয়তা কী?” বুধবার তিনি ডাক্তারদের রিপোর্টের উপর ভিত্তি করে এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, ডাক্তারদের মতে, “১৫ বছর বয়সেই প্রজনন ক্ষমতা চলে আসে মেয়েদের। মুখ্যমন্ত্রী কি ডাক্তার না বিজ্ঞানী! তাহলে কোন ভিত্তিতে মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ করা হবে?”
মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার চিন্তাভাবনা করছে মোদী সরকার। সেইসময়ই এই ধরনের বিতর্কিত মন্তব্য করে জাতীয় শিশুসুরক্ষা কমিশনের রোষে পড়লেন মধ্যপ্রদেশের প্রাক্তন পূর্ত ও পরিবেশ মন্ত্রী। ইতিমধ্যে কংগ্রেস সজ্জন সিং ভার্মার বিরুদ্ধে নোটিস জারি করেছে কমিশন। দুদিনের মধ্যে বিতর্কিত মন্তব্য নিয়ে জবাবদিহি করতে বলা হয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্ট নির্দেশিত কৃষি বিশেষজ্ঞ প্যানেল থেকে সরে দাঁড়ালেন কৃষক নেতা
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মতামত দিয়েছিলেন, মহিলাদের বিয়ের বয়সের উর্ধ্বসীমা ২১ করা উচিত। আইনত পুরুষদের বিয়ের বয়সের উর্ধ্বসীমার তুলনায় এই বিষয় নিয়ে জাতীয় স্তরে বিতর্ক হওয়া উচিত বলে মনে করেছিলেন তিনি। এরপরই কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584