নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিতে এসে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন কান্দি মহকুমার বড়ঞা বিধানসভার কংগ্রেসের বিধায়িকা প্রতিমা রজক। সঙ্গে ছিলেন অন্যান্য কংগ্রেসের ব্লক নেতৃত্ব।
সোমবার দুপুরের এই ঘটনায় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বড়ঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাহে আলম সহ বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
যদিও এই ঘটনায় তৃণমূলের যুব সভাপতি মাহে আলম অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তিনি জানান, ওই ব্লকের বিধায়িকা প্রতিমা রজক একজন মহিলা, তাকে যথেষ্ট সম্মান জানায়। তবে তিনি যে এইভাবে অপবাদ দেবেন তা তিনি ভাবতে পারেননি।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে লরি – টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৫
বিধায়িকা প্রতিমা রজকের অভিযোগ, জেলা জুড়ে এদিন ব্লকে ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বিডিও-র কাছে। সেই কর্মসূচি অনুযায়ী বড়ঞা ব্লকের কংগ্রেসের পর্যবেক্ষক তাপস দাসগুপ্ত সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দিতে গেলে ব্লক চত্ত্বরেই তৃণমূল কর্মীরা অতর্কিত চড়াও হয় উপস্থিত পুলিশের সামনেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584