শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সিবিআই, ইডি ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ দুই থেকে বাড়িয়ে ৫ বছর করার সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস নেতা তথা মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা কেন্দ্রের এই অর্ডিন্যান্স বাতিল করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করলেন।
সিবিআই ও ইডি ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে কংগ্রেসের মত, এতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের পূর্ণ নিয়ন্ত্রনাধীন হয়ে পড়বে। সরকারের ইচ্ছামত পরিচালিত হবে তদন্ত। এদিন রণদীপ সিং সূর্যেওয়ালার আইনজীবী অভিষেক জেবারাজের জমা দেওয়া আবেদনে বলা হয়েছে যে, অসৎ পথে এভাবে অর্ডিন্যান্স জারি করে তদন্তকারী সংস্থাগুলির কর্তাদের মেয়াদ বৃদ্ধি করায় এটাই প্রমাণিত যে তদন্তকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নিরপেক্ষ তদন্তও বাধাপ্রাপ্ত হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত বিচার প্রক্রিয়াকে ব্যর্থ করার প্রচেষ্টা।
আরও পড়ুনঃ সামনে ২০২২-এ উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন, জরিপে এগিয়ে যোগীর বিজেপি সরকার
গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ওই দুই অর্ডিন্যান্সে সইও করেন। উল্লেখ্য, ইডির অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ ১৭ নভেম্বর শেষ হচ্ছিল। ঠিক তার আগেই কেন্দ্রের তরফে এই নতুন নির্দেশিকা জারি করা হয়।
আরও পড়ুনঃ UAPA আইনের কিছু ধারার সাংবিধানিক বৈধতার মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
কংগ্রেস নেতার পিটিশনে এও বলা হয়েছে যে, সংসদের অধিবেশন শুরু হওয়ার মাত্র ১৫ দিন আগে অর্ডিন্যান্স জারি করার সঙ্গত কোন কারণ এক্ষেত্রে নেই। এই একই বিষয়ে পুরনো একটি মামলার উল্লেখও করা হয়েছে আবেদনে। সব দিক বিবেচনা করে নয়া অর্ডিন্যান্স দুটি বাতিল করার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584