নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কমিটি থাকলেও ব্লক সভাপতি না থাকায় সংগঠন চালাতে সমস্যায় পড়তে হচ্ছিল। কিন্তু নির্বাচন এগিয়ে আসায় আর দেরি না করে চাঁচল ব্লক কংগ্রেস সভাপতি ও নতুন কমিটি তৈরি হল রবিবার। রবিবার মালদহের চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কার্যালয়ে সর্বসন্মতিক্রমে ব্লক কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন আঞ্জারুল হক।
একসময়ের দাপুটে ছাত্রনেতা আঞ্জারুল এলাকায় ‘জনি’ নামেই পরিচিত। আটমাস আগে পারিবারিক কারণে ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন দীর্ঘদিনের ব্লক সভাপতি পদে থাকা ইন্দ্রনারায়ণ মজুমদার। রবিবার তরলতলায় দলীয় কার্যালয়ে বিধায়ক আসিফ মেহবুবেব নেতৃত্বে ব্লক কমিটি গঠনের সভা ডাকা হয়। সেখানেই সভাপতি হিসেবে নির্বাচিত হন আঞ্জারুল।
আরও পড়ুনঃ ট্রাভেল এজেন্সির সাংবাদিক সম্মেলন
এদিন নব গঠিত ২০ জনের কমিটিতে কার্যকরী সভাপতি নিযুক্ত হয়েছেন শিবপ্রসাদ সাহা। একসময় চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। এছাড়া তিনজন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে সঞ্জয় চক্রবর্তী, বজলুর রহমান ও সুধীর দাস। সাধারণ সম্পাদক হয়েছেন কাজি আতাউর রহমান ও হাজী জাহাঙ্গীর। এদিন হাজির ছিলেন প্রতিটি অঞ্চলের প্রতিনিধিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584