শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ পৌরসভার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে চালু হলো প্রিকাস্ট কংক্রিট ব্রিক প্রকল্প।নবদ্বীপ দক্ষিণ অঞ্চলের গঙ্গা ঘেঁসে মনিপুর ঘাট রোডে গড়ে উঠেছে এই প্রকল্প।
এই প্রকল্পটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন জনস্বাস্থ্য মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা।
উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ভাইসচেয়ারম্যান শচীন বসাক সহ একাধিক কাউন্সিলার।প্রিকাস্ট কংক্রিট ব্রিক প্রকল্পটি যে জায়গায় চালু হয়েছে ওই জায়গায় কসাইখানা তৈরির কথা ছিল।কিন্তু সেটি বন্ধ হয়ে যাওয়ায় এই ধরনের কর্মসংস্থানমুখী প্রকল্পটি চালু হলো।এর ফলে একাধিক লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়ে দিলেন পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা।
এই প্রকল্পটিতে কংক্রিটের ইট তৈরি হবে।প্রকল্পটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।
এই প্রকল্পের কারখানায় সিমেন্ট বালি ও ফ্লাই অ্যাশের মিশ্রণে পরিবেশবান্ধব ইঁট তৈরি হবে।আরো জানা গিয়েছে যে একটি যন্ত্রে গড়ে প্রতি ঘন্টায় এক হাজার করে ইঁট তৈরি হবে।আপাতত একটি যন্ত্র বসেছে আগামী দিন আরো যন্ত্র বসবে বলে খবর।সব মিলিয়ে দৈনিক ২৪ হাজার ইট তৈরি হবে এই প্রকল্পটির কারখানা থেকে।একটি ইঁটের দাম পড়বে প্রায় আট টাকার মতো।বৃহস্পতিবার ওই কারখানা ঘুরে এসে জানা গিয়েছে যে উৎপাদন এখনো পুরোদমে শুরু হয়নি। তবে কিছুদিনের মধ্যে উৎপাদন পুরোদমে শুরু হয়ে যাবে বলে পুরসভা সূত্রে খবর।নবদ্বীপ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন যে সাধারণভাবে যে ইঁট বিভিন্ন ইঁটভাটায় তৈরি হয় তার থেকে নানাভাবে পরিবেশ দূষণ ঘটে কিন্তু এই ইঁট তৈরি করতে কোন রকম পরিবেশ দূষণ ঘটবে না।অথচ দেখা গিয়েছে যে ওইসব অঞ্চলে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে।কিন্তু এই ধরনের কর্মসংস্থান মুখী প্রিকাস্ট কংক্রিট ব্রিক প্রকল্পটি তৈরি হওয়াতে এলাকার মানুষ ভীষণ খুশি এবং বেশ কিছু লোকজনের কর্মসংস্থান হতে পারে বলেও আশায় বুক বেঁধেছে এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ শিকাগো দিবস স্মরণ অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584