পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড এনে দিল পুলিশ

0
59

সুদীপ পাল, বর্ধমানঃ

জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে এমএএমসি’র মডার্ন স্কুলের ছাত্রীমাধ্যমিক পরীক্ষার্থী মিলি বার্নওয়াল দেখলেন অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেছেন। পুনরায় না বুঝতে পারার আশঙ্কায় কার্যতঃ কেঁদে ফেলেন মিলি।

students | newsfront.co
নিজস্ব চিত্র

তার বাড়ির পরিজনেরা অসহায় বোধ করেন। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এক পুলিশ আধিকারিক বিষয়টি দেখে এগিয়ে আসেন। দ্রুত একজন সিভিক ভলান্টিয়ারের সঙ্গে মিলিকে বাইকে করে মিলির বাড়ি পাঠান। কার্ড হাতে নিয়ে ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে হাসিমুখে প্রবেশ করে মিলি।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টোটো পরিষেবা হাসিমারায়

পুলিশের এই মানবিক মুখ দেখে শুধু ছাত্র-ছাত্রী বা অভিভাবকরা নয় স্থানীয়রাও প্রশংসায় পঞ্চমুখ। এবার দুর্গাপুরের ৪১টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ১৪১৮৯ পড়ুয়া। তারমধ্যে রয়েছেন ৭১৩৪ জন ছাত্র এবং ৬০৫৫ জন ছাত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here