হিমঘর নির্মাণের কাজ শুরু কালচিনিতে

0
56

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কালচিনি ব্লকের মধ‍্যে তৈরি হতে চলছে হিমঘর। কালচিনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কালচিনি ব্লকের মেন্দাবাড়িতে প্রায় ৭৯ লক্ষ টাকা ব‍্যয়ে তৈরি হচ্ছে মালটিপার-পাস হিমঘর।

construction of cold storage at Kalachini
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার থেকে সেই হিমঘর নির্মাণের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হল। এতে কালচিনি ব্লকের কৃষকরা দারুণ ভাবে উপকৃত হবেন। কারণ এতদিন গোটা ব্লকে কোথাও হিমঘর ছিল না।

construction of cold storage at Kalachini
নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালচিনি বিডিও ভূষণ শেরপা, রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার সহ প্রমুখ । জানা গিয়েছে, এত দিন এলাকায় কোনও হিমঘর না থাকায়, সবজি সংরক্ষণ করা যাচ্ছিল না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সেকারণেই রাজ্য সরকার হিমঘর তৈরির সিদ্ধান্ত নিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here