কালিয়াগঞ্জে স্টেডিয়াম নির্মাণ কাজের সূচনা, ক্রীড়াপ্রেমীদের স্বপ্নের বাস্তবায়ন

0
48

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

অবশেষে সমস্ত জল্পনা জল্পনার অবসান। কালিয়াগঞ্জ পুরসভা প্রতিশ্রুতি রক্ষা করে ৪ কোটি ৬৬ লক্ষ ২২ হাজার ৪১৫ টাকা ব্যায়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর শহরের রশিদপুর এলাকায় ৩ একর ৭৫ শতক জমির উপর স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা হল।

নিজস্ব চিত্র

এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিকচন্দ্র পাল বলেন, কালিয়াগঞ্জ একদিকে যেমন সংস্কৃতির শহর, তেমনি খেলা ধুলার ক্ষেত্রেও বিশেষ জায়গা করে নিয়েছে। এখানকার বিভিন্ন বিদ্যালয়ের ছেলে মেয়েরা ইতিমধ্যেই খো-খো এবং ভলিবল খেলায় জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে।যা কালিয়াগঞ্জ শহরকে গর্বিত করেছে। কালিয়াগঞ্জে একটি ফুটবল একাডেমি থাকলেও ফুটবল অনুশীলনের জন্য কোন খেলার মাঠ নেই।এখানে শহর ও গ্রামের ছেলে মেয়েদের খেলাধুলার মানোন্নয়নের কথা ভেবেই কালিয়াগঞ্জ পুরসভা স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।

নিজস্ব চিত্র

পুরপ্রধান আরও বলেন, স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে তার বিশ্বাস।

ডালিমগাও স্পোর্টস একাডেমির কর্নধার তথা উত্তর দিনাজপুর খো-খো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস বলেন, কালিয়াগঞ্জ স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হওয়ায় কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতাকে তাদের সংস্থার পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান। বরুণ বাবু বলেন, কালিয়াগঞ্জে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ হোক এই দাবি ছিল তাদের দীর্ঘদিনের।স্টেডিয়াম নির্মাণ হলে তাদের মাঠের সমস্যা আর থাকবে না। আমরা আরো উৎসাহ নিয়ে গ্রামেগঞ্জের অনেক ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটাতে পারবো।

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক তরুণ গুহ বলেন, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের কান্ডারী। তিনি কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের সাথে এই শহরের খেলা ধুলার উন্নয়নের জন্য সবসময় চিন্তা ভাবনা করে থাকেন। আজকে স্টেডিয়ামের কাজ শুরু হবার মধ্য দিয়ে প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেতে চলেছে।।

কালিয়াগঞ্জের প্রবীণ ফুটবলার মিহির ভৌমিক এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জে স্টেডিয়াম নির্মাণ হবে এটা তার কাছে স্বপ্নের মত ঘটনা ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here