নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

হাতির তাণ্ডবে অতিষ্ট চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ধামকুড়া, অযোধ্যা,নতুনহাট সহ বেশ কয়েকটি গ্রামের গ্রামবাসীরা।একদিকে ক্ষতি হচ্ছে মাঠের আলুর অন্যদিকে নষ্ট হচ্ছে সবজি।অথচ মিলছে না সেভাবে ক্ষতিপূরণ।অবশেষে ক্ষতিপূরণের আবেদনপত্র প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়া হল ক্ষতিগ্রস্ত চাষীদের হাতে।উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল দুই দলছুট হাতি,এবার গোদের উপর বিষফোঁড়া বাকি দাঁতালের দল।রবিবার রাতেই চন্দ্রকোনা টাউন থানার এই গ্রামগুলিতে ঢুকে পড়ে ৩০ থেকে ৪০টি হাতির একটি দল।
আরও পড়ুন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক
চন্দ্রকোনা টাউন থানার ২নং ব্লকের বেশকিছু গ্রামে ইতিমধ্যেই কয়েকশো হেক্টর আলু নষ্ট করেছে হাতির পালটি।যদিও বনদফতরের দাবি হাতির পালটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া ও খুব তাড়াতাড়ি শুরু হবে বলেও জানাচ্ছে বনদফতর।সেইমতো সোমবার থেকে চালু হল ফ্রম বিলির কাজ। হাতের দাপট থেকে বাঁচতে আর ঠিক কতদিন সময় লাগবে সেটাই এখন বড় প্রশ্ন।

WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584