নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে বিএসএনএলের ঠিকাদার কর্মীদের অবস্থান বিক্ষোভ দু’দিনে পড়ল। বিএস এনএল অফিসে তালা। ঢুকতে পারেননি কোন আধিকারিক।
আলিপুরদুয়ারে ৭৫ জন বিএসএনএলের ঠিকা কর্মী চারমাস ধরে বেতন পাননা। ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে নেমেছেন। ব্যাহত বিএসএনএলের পরিষেবা।অফিসের সামনে তাঁরা বিক্ষোভ ও অবস্থানে সামিল হয়েছেন। শনিবার তাঁদের কর্মসূচি দ্বিতীয় দিনে পড়লেও কোন আধিকারিক তাদের সাথে কথা বলেননি। ন্যুনতম আশ্বাসটুকু পাননি। তাই বাধ্য হয়ে ঠিকা কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
ঠিকা কর্মীদের আন্দোলনের জেরে শনিবার ও কোন কর্মী কিংবা আধিকারিক অফিসে ঢুকতে পারেন নি।
আরও পড়ুনঃ বেতনের দাবিতে বিএসএনএল অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ
বিএসএনএলের ঠিকাদার শ্রমিক সংগঠনের সভাপতি দুলাল রায় বলেন, আজ আমাদের আন্দোলন দ্বিতীয় দিনে পড়লো। আমরা ৪ মাস ধরে বেতন পাচ্ছি না। আমাদের পরিবার চালাতে খুবই কষ্ট হচ্ছে তবুও ভ্রুক্ষেপ নেই সরকারের। আমরা বেতন যতক্ষন না পর্যন্ত বেতন না পাচ্ছি ততক্ষন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584