অব্যাহত বালি মাফিয়া রাজ

0
171

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে একটু এগিয়ে আসলে নিশ্চিন্তপুর, তারপর হিজলকোলা। নিশ্চিন্তপুর আর হিজলকোলা গ্রামের মাঝ বরাবর কুবাই নদী নিত্য বহমান।নদীর ধারে দুই গ্রামের বাস। নদী প্রাকৃতিক সম্পদ গ্রামকে উজাড় করে দিয়েছে।দুই চরে কাজু বাদামের গাছ আর বালির অফুরন্ত ভান্ডার। সেই বালি অবৈধভাবে নিয়ে আজ অনেকে চতুর্থ তলের ইমারত গড়েছে।অবৈধভাবে নদী থেকে বালি তুলে আজ নদী তার নাব্যতা হারিয়েছে।পরিবেশের ভারসাম্য আজ অস্তিত্ব সংকটের দোরগোড়ায়।

এভাবেই চুরি যাচ্ছে বালি।নিজস্ব চিত্র

স্থানীয় প্রশাসন পঙ্গু ও ঠুঁটো জগন্নাথ।ভুমি দফতরের কোন আধিকারিক কোন ব্যবস্থা গ্রহন করেন নি। এইদিকে অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত।এলাকায় কান পাতলে বালির হিসসা বা ভাষাকে একটু জামা পরালে দাঁড়াই ঘুষ বা উৎকোচ যা বন্টন হয়ে যায় ভুমি দফতরের আধিকারিক,কর্মী ও কর্তাদের পকেটে।আর এই কারনেই হয়তো কেউ জানেনা কবে বন্ধ হবে মাফিয়া রাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here