নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
রাজনৈতিক বদলে আবার সরগরম দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ।তৃণমূল- বিজেপি- তৃণমূল বারবার পাল্টাচ্ছে সমীকরণ।এদিন ১১ জন সদস্য কে নিয়ে জেলা পরিষদে আসেন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ। অর্পিতা ঘোষের দাবি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদ তৃণমূলেরই রয়েছে।
উল্লেখ্য গত ২৪ জুন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন সদস্যকে নিয়ে দিল্লিতে বিজেপিতে যোগ দেন। মাত্র ৪ দিন আগে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সভাধিপতি লিপিকা রায় সহ ৬ জন জেলা পরিষদে কাজে যোগ দেন।
এরপরে সক্রিয় হয়ে ওঠে জেলা তৃণমূল।এদিন বিজেপিতে যাওয়া তিন ঘর ওয়াপসি সদস্যসহ মোট ১১ জন কে নিয়ে জেলা পরিষদে আসেন তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ এবং উত্তরবঙ্গ উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা।তারা জেলা পরিষদের ১১ জন সদস্য কে নিয়ে একটি বৈঠকে বসেন।
আরও পড়ুনঃ সমবায় সমিতির পরিষেবায় খুশি এলাকাবাসী
জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ জানান তৃণমূলের হাতেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ রয়েছে।এ দিনের বৈঠকে নতুন করে দল নেতা নির্বাচন করা হবে বলে তিনি জানান।
যদিও সভাধিপতি বিজেপির হওয়ায় এবং সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের হওয়ায় কাজের অসুবিধা হবে কিনা এই প্রশ্নে তিনি জানান, “সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে কাজ হবে।সেক্ষেত্রে সভাধিপতি কোনো ফ্যাক্টর হবে না।জেলা পরিষদের এমত অবস্থায় আদৌ জেলার উন্নয়নের কাজ হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় দেখা দিয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584