নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে কাটমানি ইস্যুতে রাজ্য জুড়ে শাসক তৃণমূল কংগ্রেসকে কোন ঠাসা করতে সব রকম চেষ্টায় নেমেছে রাজ্য বিজেপি। ঠিক সেই সময়ে রাজ্যে বিজেপির সদ্য উত্থানের অন্যতম কাণ্ডারী মুকুল রায় ও তার পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের নামে একেবারে কাঁচরাপাড়াতেই উঠল কাটমানি নেওয়ার অভিযোগ।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ঘটক রোড ও থানা পাড়া এলাকায় বিজেপি নেতা মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায়ের নামে কাটমানি নেওয়ার অভিযোগে হাতে লেখা পোস্টার দেখা যায়। যাতে বিজেপি নেতা মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্ণীতির আভিযোগ করা হয়েছে।
পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদেরকে এই টাকার হিসাব দিতে হবে। যদিও পোস্টারটি কে বা কারা দিয়েছে সেই বিষয়ে পোস্টারে কোনও উল্লেখ নেই।
শুভ্রাংশু রায় ও মুকুল রায়।
অন্য দিকে স্থানীয় বিজেপি কাউন্সিলার তীপ্তি সরকারের বিরুদ্ধে স্বামী প্রদীপ সরকারের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করে তা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র চা শ্রমিকদের
এই দুই পোস্টারকে কেন্দ্র করে সকাল থেকেই বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির তরফে এই পোস্টারের পিছনে তৃণমূলের দিকে অভিযোগ করে ষড়যন্ত্রের তত্ত্ব খারা করা হয়েছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তরফে এই পোস্টারের পিছনে গোষ্ঠী কোন্দলের কথা বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584