নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সামনেই বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে এলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ১ নম্বর ব্লকের নয়াপুট পঞ্চায়েতর প্রধান। তাঁর এক গোপন ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁকে ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতির অন্দরে।
কাঁথি-১ ব্লকের নায়াপুট গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত গিরির একটি গোপন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে তাঁকে মদ্যপ অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ করতে দেখা গিয়েছে। সামনে রাখা মদের বোতল ও তার সাথে রাখা রয়েছে প্রচুর খাবার। তাঁর সঙ্গে আরও কয়েকজন রয়েছে। এরই মধ্যে অশ্লীলভাবে নাচছেন তিনি।
তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পঞ্চায়েত প্রধান বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ই এই ভিডিও করেছে। রবিবার সন্ধ্যেবেলাই এই ভিডিও প্রকাশ্যে আসে। এক জন প্রতিনিধির এই ধরণের আচরনে নির্বাচনের আগে অস্বস্তিতে পড়েছে শাসকদল। তবে খবর এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজফ্রন্ট ।
তৃণমূল পঞ্চায়েত প্রধানের এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।নিন্দার ঝড় উঠেছে বিরোধী মহল-সহ জনগনের একাংশের মধ্যে। তাদের দাবি, একজন জন প্রতিনিধির থেকে এই ধরণের আচরণ গ্রহণযোগ্য নয়। একজন জন প্রতিনিধির অনেক বেশি মার্জিত থাকা উচিৎ বলে মনে করেন তারা ।
আরও পড়ুনঃ নির্বাচনের আগেই শিবসেনাতে যোগদানের হিড়িক
আবার অন্য এক অংশের এই ভিডিও নিয়ে কোনও মাথা ব্যথা নেই। তাদের মতে, সকলেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। জনপ্রতিনিধিদেরও রয়েছে। তাই এই নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই ৷ অনেকের মতে, অসিত গিরির নামে বদনাম করার জন্যই এই ভিডিও করা হয়েছে।
সামনেই নির্বাচন, তাই জন প্রতিনিধির চরিত্র হনন করার উদ্দেশ্যে এই ভিডিও। তবে এই ভিডিও কে বা কারা রেকর্ড করেছে আর কী উদ্দেশ্যেই বা করেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এমনকি, এই নিয়ে অসিত গিরিরও কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584