বিনা অনুমতিতে হাসপাতালে বিক্ষোভ ঘিরে বিতর্ক

0
51

সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান রাজ কলেজের ছাত্ররা চিকিৎসকদের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন।কিন্তু সেই বিক্ষোভে অনুমতি না নেওয়ায় তাতে বিতর্কে রেশ ছড়ালো।রাজ কলেজের ছাত্র সুজাউদ্দিন খোন্দেকার অভিযোগ করে বলেন, বর্ধমান হাসপাতালে উপর বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য জেলার বাসিন্দারা নির্ভর করেন। কিন্তু দেখা যাচ্ছে এখানকার চিকিৎসা আশা অনুরূপ হচ্ছে না। শুধু তাই নয় তিনি রোগীদের সাথে ডাক্তারদের দুর্ব্যবহার এবং হাসপাতাল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের কথা উল্লেখ করেন।হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি আগে জানানো হলেও কোন কাজ না হওয়ায় তাঁরা বিক্ষোভ করেন বলে জানা যাচ্ছে।

controversy about demonstration at hospital
ছবিঃ প্রতিবেদক

তবে বিনা অনুমতিতে হাসপাতালের ভেতর কিভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে ছাত্ররা বিক্ষোভ দেখালো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিক্ষোভ করতে হলে কিছু নিয়ম মানতে হয়।এখানে তা মানা হয়নি।কেন হল না?কেন নিয়ম না মেনেও বিক্ষোভ দেখালো ছাত্ররা সে নিয়ে উঠছে প্রশ্ন।হাসপাতাল সুপার ডাঃ উৎপল দাঁ বলেন, কয়েকদিন আগে ওই ছাত্রটি হাসপাতালের নার্সের সঙ্গে দুর্ব্যবহার ও চিকিৎসককে মারধর করেছিল।তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।পুলিশ তাকে গ্রেপ্তারও করে।

আরও পড়ুনঃ পরীক্ষা বাতিল করে বন্ধ স্কুল,পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভ

অনুমতি নেওয়া প্রসঙ্গে সুজাউদ্দিন বলেন,তাঁরা লিখিত কোনো অনুমতি না নিলেও মৌখিকভাবে হাসপাতাল সুপারকে জানিয়েছিলেন।যদিও সুপার তা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন এবং এরকম কোন কথা হয়নি বলেই তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here