মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
বিশ্বভারতী প্রসঙ্গে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। মঙ্গলবার এক অনুষ্ঠান থেকে তৃণমূল নেতা দাবি করলেন, “বিশ্বভারতীর পড়ুয়ারা যে পরিমাণে নেশা করেন, পাতা নাকি একটা খান, রবীন্দ্রনাথ ঠাকুর যদি তা জানতে পারতেন তাহলে তিনি আত্মহত্যা করতেন।” বিশ্বভারতীর পড়ুয়াদের নিয়ে অনুব্রত মন্ডলের এহেন বিস্ফোরক মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।
মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের এক সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে তৃণমূল সভাপতি বলেন, “আজ সকালে আমার কাছে দু’টি অভিযোগ এসেছে। বিশ্বভারতীতে নাকি ছেলেমেয়েরা ব্যাপক নেশা করছে। পাতা না কি একটা খাচ্ছে। বাদ যাচ্ছেন না মেয়েরাও। ছেলে মেয়ে উভয়ই এই নেশায় মত্ত থাকছেন। সত্যি কথা বলতে, আজ যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে এসবের কারণে উনি আত্মহত্যা করতেন।” এখানেই থেমে থাকেননি অনুব্রত মন্ডল।
আরও পড়ুনঃ টাকিতে প্রতিমা বিসর্জনে নতুন নিয়ম, নৌকায় উঠতে পারবেন পুজো উদ্যোক্তাদের সর্বোচ্চ ৮ জন
তিনি দুঃখপ্রকাশ করে আরও বলেন যে, “মেয়েকে বিশ্বভারতীতে পড়ানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু, পড়ানো হয়নি। আমার এই আক্ষেপের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন।” এদিকে, এদিন বিশ্বভারতীর পড়ুয়াদের নিয়ে এদিন তিনি যে বেফাঁস মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584