পিয়ালী দাস, বীরভূমঃ
দুপুর বারোটা, আদালত চত্বরে গিজগিজ করছে মানুষে মানুষে, একের পর এক এজলাসে চলছে শুনানি , তারই মধ্যে ঘটে গেল এক রোহমর্ষক ঘটনা।
দেওয়াল টপকে এক যুবককে লাফিয়ে যেতে দেখে বেশ কিছু সাধারন মানুষ চিৎকার করে ওঠে পালিয়ে গেলো, পালিয়ে গেলো, পালিয়ে গেলো। পরে জানা গেলো আদালত চত্বর থেকে পালিয়ে গেছে আসামি।
ঘটনার আকস্মিকতায় বেশ খানিকক্ষণ বন্ধ হয়ে যায় আদালতের সমস্ত কাজকর্ম। তারপরের কাণ্ড হিন্দি চলচ্চিত্রের গল্পকে হার মানিয়ে দিল বীরভূম জেলা পুলিশের এক পুলিশ কর্মী। আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া সেই আসামিকে মোটরবাইকে ধাওয়া করে সিউড়ী শহর থেকে তিন কিলোমিটার দূরে তিলপাড়া ব্যারেজের কাছ থেকে ফের গ্রেফতার করলো।
সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে অন্যান্য বিভিন্ন আসামীদের সাথে গাঁজা পাচারে অভিযোগে গ্রেফতার সজল চক্রবর্তী নামে এক অভিযুক্তকে আদালতে নিয়ে যাচ্ছিল সিউড়ি থানার পুলিশ কর্মীরা, এজলাসে ঢোকার সময় ভিড়ের সুযোগ নিয়ে আচমকাই পালিয়ে যায় আসামি সজল চক্রবর্তী, অভিযুক্ত যুবকের বাড়ি সিউড়ি থানার হাটজনবাজার এলাকায়।
আরও পড়ুনঃ রায়দিঘীতে ধর্ষণের শিকার চারবছরের শিশু, পলাতক অভিযুক্ত
বেশ কিছুদিন ধরে পুলিশ তাকে খুজছিল , হঠাৎই পুলিশের কাছে খবর আসে বাড়ি ফিরেছে অভিযুক্ত যুবক, তাই মঙ্গলবার গভীর রাতে সিউড়ি থানার পুলিশ বাড়ি থেকে যুবককে গ্রেফতার করে। বুধবার আদালতে আসামিদের হাজিরা করার পর যখন ফের তাদেরকে জেল হেফাজতে নিয়ে যাবার জন্য গুনতে শুরু করে পুলিশকর্মীরা, তখন দেখতে পায় সজল চক্রবর্তী নেই।
পুলিশকর্মীদের বুঝতে অসুবিধা হয় না কোন প্রকারে সে পালিয়ে গেছে। রীতিমতো হৈচৈ পড়ে যায় আদালত চত্বরে। সজল চক্রবর্তীকে পাকড়াও করার জন্য রীতিমত তল্লাশি অভিযান শুরু করে পুলিশকর্মীরা।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে উদ্ধার প্যাঙ্গোলিন, আটক ৪ যুবক
অভিযুক্ত সজলের ছবি দেখিয়ে আদালত চত্বরে জিজ্ঞাসাবাদ শুরু করে সিউড়ি থানার পুলিশ, ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ কর্মী আলম শেখের কাছে খবর আসে পালিয়ে যাওয়া আসামি সজল চক্রবর্তীকে জাতীয় সড়কের দিকে যেতে দেখা গেছে, একটুও সময় নষ্ট না করে পুলিশকর্মী আলম শেখ নিজের মোটর বাইক নিয়ে জাতীয় সড়কের দিকে ছুটে যায় এবং ধরে ফেলে আসামী সজল চক্রবর্তীকে।
তবে দ্বিতীয়বার অভিযুক্ত যুবক আর পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। পুলিশ কর্মী আলম শেখ জানিয়েছেন চাকরিতে যোগদানের সময় শপথ নিয়েছিলাম আইনের রক্ষক হিসেবে কাজ করব আজও সেটাই করেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584