মনিরুল হক, কোচবিহারঃ
যেন এ এক রেকর্ড। একদিনে প্রায় দেড় লাখ মানুষকে কাজে লাগানোর ব্যবস্থা করল কোচবিহার জেলা প্রশাসন। এদিন একশো দিনের প্রকল্পে জেলায় ১ লক্ষ, ৪১ হাজার ৬৩৪ জন শ্রমিক কাজ করেছেন। বৃহস্পতিবার এই সরকারি পরিসংখ্যানের কথা জানিয়েছেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান।
এমনিতেই দীর্ঘ লকডাউনের জেরে মানুষের হাতে কাজ ছিল না। এরপর ভিন রাজ্য থেকেও এই জেলায় প্রায় ১ লক্ষ শ্রমিক ফিরে এসেছেন। তাঁদের হাতেও নেই কাজ। ফলে আর্থিক সংকট তৈরি হয়েছে ওই পরিবার গুলোতে। এরপরেই রাজ্য সরকার সমস্ত শ্রমিকদের একশো দিনের প্রকল্পে কাজে লাগানোর পরিকল্পনা করে।
আরও পড়ুনঃ নেপাল সংসদের উচ্চকক্ষেও ছাড়পত্র পেল ভারতীয় ভূখণ্ড নিয়ে মানচিত্র বিল
শুরু থেকেই ওই কাজে যত বেশি মানুষকে যুক্ত করা যায়, সেই চেষ্টাই করে কোচবিহার জেলা প্রশাসন। এদিন সমস্ত রেকর্ড ভেঙে সব থেকে বেশি সংখ্যক মানুষ ওই কাজে যোগ দিয়েছে।
একদিকে রেশনে যেমন বিনামূল্যে চাল আটা দেওয়া হচ্ছে, তেমনি একশো দিনের প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষের হাতে নগদ টাকা পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584