জেলা সভাপতিকে শহরে সভা করতে না দেওয়ার চ্যালেঞ্জ কোচবিহার পুর-প্রশাসকের

0
69

মনিরুল হক, কোচবিহারঃ

২১-এর নির্বাচনকে সামনে রেখে যখন মুখ্যমন্ত্রী সমস্ত কর্মীসভায় নেতা মন্ত্রী থেকে শুরু করে কর্মীদের জন্য একটাই বার্তা দিচ্ছেন, যে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। ঠিক সেই বার্তার পরেই আরও বেশি করে অশান্তির সৃষ্টি হচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ।

Bhusan Singh | newsfront.co
ভূষণ সিং, কোচবিহার পুরসভার প্রশাসক। নিজস্ব চিত্র

সম্প্রতি, চলতি মাসের ১৫ তারিখ বিকালের দিকে কোচবিহার সফরে আসেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এদিন বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে ১৬ তারিখে কোচবিহার রাসমেলার মাঠে একটি কর্মিসভা করেন তিনি। আর এই কর্মিসভায় মূল মঞ্চে জায়গা না পেয়ে ক্ষোভ উগ্রে দিয়েছে কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং।

জানা যাচ্ছে, মঞ্চে জায়গা না পাবার জন্য তিনি সরাসরি দায়ী করেন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে। এদিন তিনি বলেন, যেখানে কোচবিহারের সভা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সমস্ত সারির নেতাদের ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দিচ্ছে সেখান থেকে জেলা সভাপতির আচরণ অসম্মানজনক।

আরও পড়ুনঃ কবিগুরুর শান্তিনিকেতনেই অপমানিত রবীন্দ্রনাথ, নিন্দার ঝড়

তিনি আরও বলেন, যে জায়গায় এই কর্মীসভা হয়েছে সেই রাসমেলার মাঠ পুরসভার তত্বাবধানে। বাঁশ লাগানো থেকে শুরু করে মঞ্চ স্যানিটাইজেশন সব কিছুই পুরসভা করছে। তবুও সভামঞ্চে জায়গা না পাওয়ায় তিনি অপমান বোধ করছেন।

প্রশাসকের অভিযোগ এখানেই শেষ নয়। তিনি জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জেলা সভাপতি হবার পর তিনি বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এমনকি ২০১৪ সালে সাংসদ হয়ে দিল্লি যাবার সময় তাকে সব রকম সাহায্য করলেও আজ জেলা সভাপতি সেসব দিন ভুলে গেছেন।

আরও পড়ুনঃ একাধিক দাবি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে ডেপুটেশন জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের

এদিন আবার তার অভিযোগ, কোচবিহার পুরসভায় নতুন যে তিনজন প্রশাসক মন্ডলীর সদস্য নেওয়া হয়েছে। তারা প্রত্যেকে ভাল এবং সকলের সঙ্গে তার পরিচয় থাকলেও তাদের নেওয়ার ক্ষেত্রে পার্থ একবারও তার সঙ্গে আলোচনা করেননি। “ছেলেটা এত নটোরিয়াস যে এখন আর আমি ওকে সভাপতি হিসাবে মানতে পাড়িনা। কে মানতে পাড়ছে না পাড়ছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমি ওকে মানতে পাড়ছি না। নির্বাচনের আগে যদি জেলা সভাপতি পরিবর্তন না করে তাহলে নয়টার মধ্যে নয়টাই হারবে।” তিনি চ্যালেঞ্জ করে বলেন, কোচবিহারের শহরের মাঝে তাঁকে কোন সভা করতে দেব না। সে কিভাবে করবে তা আমিও দেখে নেবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here