শ্যামল রায়,নবদ্বীপঃ
ঈদ উপলক্ষে কোন রকম বিশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত না হয় তার জন্য নবদ্বীপ থানার উদ্যোগে সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় একটি সভা অনুষ্ঠিত হলো মায়াপুর পুলিশ ফাঁড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জেলা পরিষদের সদস্য তারান্নুম সুলতানা হরিদাস দেবনাথ নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল সহ অনেকে। বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা জানিয়েছেন যে ঈদ উপলক্ষে শান্তি এলাকায় বজায় থাকে তার জন্য আমাদের সবাইকে নজর রাখতে হবে এছাড়াও ঈদ হচ্ছে আমাদের কাছে শান্তির উৎসব সম্প্রীতির উৎসব তাই সকলকে ঈদের শুভেচ্ছার পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি।
পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে,কোন উৎসব হচ্ছে মানুষের কাছে পরম ধর্ম। আর উৎসব ঘিরে সকলের মন যেমন খুশিতে ভরে ওঠে তেমনি একে অপরের প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা বিনিময়ের একটা পর্ব থাকে। তাই ঈদ সম্প্রীতির বার্তা যেমন সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা থাকে তেমনি কিছু কিছু মানুষ থাকে যারা শান্তি বিঘ্নিত করতে সচেষ্ট থাকে। তাদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। এলাকায় এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানান সুবিরবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584