ভগবানগোলায় সাব-রেজিস্ট্রারদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের তেইশ তম দিনে কপিরাইটাররা

0
51

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সেই ভাবে ওদের কেউ মনেই রাখেনা। এমন কি ওদের দিয়ে কাজ করানোর পরেও ,সামান্য পরিচয় টুকুও জানতে চাননা। অথচ ওরা ছাড়া লক্ষ-কোটি মূল্যের জমি জায়গা, বাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পত্তি ক্রয় বিক্রয় কার্যত অসম্ভব। ওদের পোশাকি নাম “কপিরাইটার”। না তা বলে ওরা কোনো কর্পোরেট জগতের মোটা টাকার মাস মাইনে করা কর্মচারী নন। দৈনিক উপার্জনের কোনো নিশ্চয়তাও নেই। তবে ওরা ছাড়া যে জায়গা জমি বিক্রি সম্ভব নয় সেটা অনেকটাই “নিশ্চিত”।

officers | newsfront.co
অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

আজ তাঁদেরই জীবন জীবিকা চরম সঙ্কটে। ভগবানগোলা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্টারদের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছেন সেখানকার দলিল লেখা কপি রাইটাররা।কার্যত সরকারি রেভিনিউ কে কম পরিমাণে দেখিয়ে চোরা পথে ভগবানগোলা রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার দালাল চক্র বানিয়ে দিনের-পর-দিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে চলেছেন বলে ১৭ ই ডিসেম্বর অভিযোগ করেন স্থানীয় কপিরাইটার। এক্ষেত্রে কপিরাইটদের অভিযোগ,দীর্ঘ বহু বছর ধরে আমরা এই কাজ করছি,অথচ আমাদের কোনো আর্থিক নিরাপত্তা নেই,নেই কোনো মাস মাইনে।

আরও পড়ুনঃ হলদিয়া কারখানায় শ্রমিক বিক্ষোভ

poster | newsfront.co
নিজস্ব চিত্র

এক শ্রেণীর অসাধু অফিসার ও কর্মীদের দুর্নীতির যোগসাজসে রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি পড়ছে অথচ এ ব্যাপারে প্রশাসনিক আধিকারিকেরা সব কিছু জেনেও চুপ করে আছেন,অবিলম্বে এর পরিবর্তন হওয়া দরকার। সবকিছু জেনেও কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুনঃ চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের দাবিতে ফালাকাটায় বিডিওকে ডেপুটেশন

অল ইন্ডিয়া ল ক্লার্ক সমিতির রাজ্যের সহ সভাপতি অশোক কুমার পাণ্ডে বলেন,”আমরা দীর্ঘ ২৩ দিন থেকে কলম বিরতি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং যতদিন না আমাদের সমস্যার সমাধান ও দুর্নীতি যুক্ত এডিএসআর সঞ্জয় সাউ এর বদলি না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের এই কলম বিরতি ও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here