নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গত এপ্রিলে কালবৈশাখী ঝড়ে উত্তর দিনাজপুর জেলায় ভুট্টা চাষে প্রায় ৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ফলে সংশ্লিষ্ট ভুট্টা চাষিরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। চাষিরা বলছেন, লকডাউনের ফলে এমনিতেই ফসলের দাম কম, তার উপর ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
তাই সরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করতে হবে। কৃষিদফতর সূত্রে জানা গিয়েছে, বাংলা ফসল বিমা যোজনার মাধ্যমে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। কিন্ত লকডাউনের ফলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে সমস্য হচ্ছে।
আরও পড়ুনঃ “আমরা কিভাবে তাদের হাঁটা আটকাবো?”: শ্রমিকদের ব্যাপারে শীর্ষ আদালত
জেলায় মোট ৯৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। জেলায় ১৮ থেকে ২১ এপ্রিল ঝড় হয়েছিল। সেই ঝড়ে ভুট্টা চাষের ক্ষতির রিপোর্ট তৈরি করে রাজ্যে পাঠানো হয়েছে।
সেই সঙ্গে ২৮ এপ্রিল ইটাহার ব্লকে শিলাবৃষ্টি হয়েছিল। তাতে বোরো ধান ও পাট চাষে ক্ষতি হয়েছে। এবিষয়েও রিপোর্ট পাঠানো হয়েছে। বাংলা ফসল বিমা যোজনার মাধ্যমে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584