উত্তর দিনাজপুর জেলায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

0
38

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও। সোমবারের রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। সোমবার মালদহ মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এই ছয়জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

covid hospital | newsfront.co
নিজস্ব চিত্র

আক্রান্তদের মধ্যে পাঁচজন ইটাহারের এবং একজন চোপড়ার বাসিন্দা। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই পাঁচজন শ্রমিক ভিনরাজ্য থেকে ইটাহারে ফেরেন। ১৭ মে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাদের লালার নমুনা সংগ্রহ করা হয়। এরপর থেকে তারা হোম কোয়ারান্টাইনে ছিলেন। প্রত্যেকের রিপোর্ট এদিন পজিটিভ আসে।

আরও পড়ুনঃ আমপানকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি বামপন্থী শিক্ষকদের

আক্রান্ত পাঁচজন এখনও পর্যন্ত বাইরের কারও সংস্পর্শে এসেছেন কিনা, তা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ির সারি হাসপাতালে চিকিৎসাধীন চোপড়ার বছর ২৮-এর এক যুবকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি তিনি দিল্লি থেকে ফিরেছেন।

করোনা উপসর্গ থাকায় গত ৩০ মে তাকে শিলিগুড়ির কাওয়াখালির সারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তার রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here