শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গতকাল রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলায় ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় নড়ে চড়ে বসলো জেলা স্বাস্থ্য দফতরের পাশাপাশি জেলা প্রশাসন। এই ৯ জনের মধ্যে ৮ জনের বাড়ি হরিরামপুর ব্লকে ও বাকি ১ জনের বাড়ি বালুরঘাট ব্লকে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গতকাল রাত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে জেলায় ফেরা পারিযায়ী শ্রমিকদের করোনার সোয়াব টেস্টের রিপোর্ট পাওয়ার পর পরেই এই ৯ জনকেই তাদের নিজ নিজ বাড়ি থেকে কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আজ তাদের সংস্পর্শে আসা লোকেদের চিহ্নিত করে তাদের উঠিয়ে নিয়ে এলাকার বিভিন্ন সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
এদিকে আজ দুপুরে খবর পেয়ে বালুরঘাট থানার ওই আক্রান্তের গ্রামে গিয়ে দেখা গেল দমকল বিভাগের লোকজন ওই গ্রামটি স্যানিটাইজেশন চালাচ্ছেন। জেলা প্রশাসনের কর্তারা ও স্বাস্থ্য দফতরের কর্মীরা হাজির হয়ে করোনা আক্রান্তের সংস্পর্শে থাকা মানুষদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গিয়েছে। গ্রামটি ঢোকার মুখে সিভিক পোস্টিং করা হয়েছে যাতে অচেনা কেউ ওই গ্রামে ঢুকতে না পারে আবার গ্রাম থেকে কেউ বেড়তে না পারেন।
আরও পড়ুনঃ তথ্য জানার অধিকার আইনের বাইরে পিএম কেয়ার্স ফান্ডঃ প্রধানমন্ত্রী দফতর
এদিকে বর্তমানে দক্ষিণ দিনাজপুরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬। যদিও বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মুখে কুলুপ এঁটেছে। অন্যদিকে, আক্রান্ত ১৬ জনের মধ্যে ৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু ১ জনকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়নি । দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584