খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ
এবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল রানিনগর ২ ব্লক অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর দুর্গাপুর গ্রামে। বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে এই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল।
ব্লক প্রশাসন সূত্রে খবর, গত ১৬ জুন ওই মহিলা দিল্লি থেকে বাড়ি ফেরেন। দিল্লি থেকে ফেরার পর ওই মহিলার নিয়ম মাফিক লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, ওই মহিলা করোনা পজেটিভ। এরপর গতকাল রাতে তড়িঘড়ি ওই মহিলাকে তার বাবার বাড়ি চর দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ কোভিড হাসপাতালে পাঠানো হয়।
ব্লক প্রশাসন সূত্রে আরো জানা যায়, ওই মহিলার সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রত্যেককে হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
আগামীকাল তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এতদিন রানিনগর ২ ব্লক করোনা পজেটিভ শূন্য থাকলেও গতকাল ওই মহিলার করোনা পজেটিভ রিপোর্ট আসার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে ওই গ্রামটিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584